চাঁদপুরে বিক্রয়কর্মীকে অজ্ঞান করে টাকা ছিনতাই
চাঁদপুর শহরের মিশন রোড এলাকায় শুভ সরকার (৩২) নামে গ্রামীণফোন কোম্পানির বিক্রয়কর্মীকে অজ্ঞান করে সঙ্গে থাকা নগদ প্রায় এক লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারী চক্রের সদস্যরা।
আজ সোমবার (১০ জুন) বেলা আনুমানিক রেলক্রসিংয়ের পশ্চিমে বালুর মাঠে এই ঘটনা ঘটে।
ঘটনার পর বিক্রয়কর্মী শুভ সরকার ওই বালুর মাঠে অচেতন অবস্থায় পড়েছিলেন।
ঘটনার সময় ছিনতাইকারীরা শুভ সরকারের সঙ্গে থাকা গ্রামীণফোনের নতুন কয়েকটি সিমকার্ড ও তার ব্যবহৃত বাইসাকেল নিয়ে যায়। তিনি শহরের ঘোষপাড়ার সুনীল সরকারের ছেলে।
গ্রামীণফোন কোম্পানির চাঁদপুর সদর এলাকার পরিবেশক তৌসিফ অ্যান্ড তৌহিদ এন্টারপ্রাইজের ম্যানেজার মো. তামিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মো. তামিম বলেন, ‘শুভ সরকার আমাদের প্রতিষ্ঠানের অধীনে বিক্রয় প্রতিনিধি হিসেবে গ্রামীণফোনের লোড ও কার্ড বিক্রয় করতেন। বেলা ২টার দিকে আমাদের মিশন রোড এলাকার গ্রাহক রুবেল জানান শুভ অজ্ঞান অবস্থায় পড়ে আছে। এরপর তাঁকে সেখান থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে।’
মো. তামিম আরও বলেন, ‘আমাদের ধারণা তার কাছে আজকে উত্তোলন করা প্রায় এক লাখ টাকা কিংবা তারও বেশি ছিল। এই ঘটনায় আমরা থানায় লিখিত অভিযোগ করব। তার কাজের এলাকা হচ্ছে শহরের মিশন রোড, বটতলা, নিউ ট্রাক রোড, পালপাড়া, রহমতপুর কলোনি ও ইচুলী।’
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিপ্লব সরকার জানান, শুভ নামের ওই যুবককে নেশা জাতীয় দ্রব্য নাকে দিয়ে অথবা খাওয়ানোর কারণে অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফিরতে কিছুটা সময় লাগবে। চিকিৎসা চলছে।
চাঁদপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক মীর বলেন, ‘আমাদের কাছে কেউ এই ঘটনা জানায়নি। পরিবেশকের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলে তাৎক্ষণিক ঘটনাটি তদন্তসহ ব্যবস্থা গ্রহণ করা হবে।’