মাদারীপুরে আগুনে পুড়ল কোরবানির ১৩ গরুসহ হাজারো মুরগি
মাদারীপুরে গরুর খামারে অগ্নিকাণ্ডে ১৩ টি কোরবানির গরু পুড়ে গেছে। এ সময় পাশের মুরগির খামারে আগুন ছড়িয়ে পড়লে সাড়ে তিন হাজার মুরগিও পুড়ে মারা যায়।
গতকাল মঙ্গলবার (১১ জুন) দিনগত রাতে জেলার শিবচরের উমেদপুরে মিলন মুন্সীর গরুর খামারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর আজ বুধবার সকালে শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মো. সেলিম মিয়া, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকাসহ প্রশাসনের কর্মকর্তারা ওই এলাকা পরিদর্শন করেন।
উমেদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুজ্জামান মুন্সী এ তথ্য নিশ্চিত করেছেন।
আগুনের এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন খামারি মিলন মুন্সী।
স্থানীয়রা জানায়, গতকাল মঙ্গলবার দিনগত রাত তিনটার দিকে মিলন মুন্সীর গরুর খামারে আগুন লাগে। খামারে ১৪টি গরু বাঁধা ছিল। টের পেয়ে রশি কেটে দিলে একটি গরু ছুটে বাইরে চলে যায়। কিন্তু মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে বাকি গরুগুলোর রশি কাটতে পারেননি খামারিরা। এতে বাকি ১৩টি গরু পুড়ে মারা যায়।
খামারের মালিক মিলন মুন্সী বলেন, ‘এ বছর কোরবানিতে বিক্রি করার জন্য গরুগুলো প্রস্তুত করেছিলাম। অনেক কষ্ট করে গরুগুলোকে পালন করেছি। বর্তমান বাজারে গো-খাবারের দাম অনেক চড়া। তারপরও কিছুটা লাভের আশায় গরুগুলোকে পালন করেছিলাম। আজকে বিভিন্ন গরুর হাটে গরুগুলোকে নেওয়ার কথা ছিল। কিন্তু রাতেই আগুনে পুড়ে আমার সব শেষ হয়ে গেল।’
উমেদপুর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মুন্সী জানান, গতকাল দিনগত রাতে একটি গরুর খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৩টি গরু পুড়ে মারা গেছে। এ ছাড়া একই ব্যক্তির মুরগির খামারের সাড়ে তিন হাজার ব্রয়লার মুরগিও পুড়ে মারা যায়। বিষয়টি নাশকতা নাকি দুর্ঘটনা তা তদন্তের জন্য স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তিনি।