ঈদে ঝুঁকিপূর্ণ যানবাহন চলতে দেওয়া হবে না : হাইওয়ে পুলিশ
ঈদযাত্রায় কোনোভাবেই ঝুঁকিপূর্ণ যানবাহন চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান। আজ বৃহস্পতিবার (১৩ জুন) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকায় ঘরমুখো মানুষের ঈদযাত্রার সার্বিক অবস্থা পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।
হাইওয়ে পুলিশের প্রধান বলেন, ‘ঈদযাত্রায় কেউ পণ্যবাহী যানবাহনে কিংবা অন্য কোনো যানবাহনের ছাদে, খোলা ট্রাক বা পিকআপ ভ্যানে উঠতে পারবেন না। কোনোভাবেই এবার অনিরাপদ ঈদযাত্রা সহ্য করা হবে না।’
ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান শাহাবুদ্দিন খান।
অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান বলেন, ঈদ উপলক্ষে তিন হাজার পুলিশ সদস্য মাঠে রয়েছে। মহাসড়ক সার্বক্ষণিক পর্যবেক্ষণে সিসি ক্যামেরা ছাড়াও ড্রোনের মাধ্যমে নজরদারি করা হচ্ছে। পাশাপাশি জবাবদিহি নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ সদস্যরা বডি ক্যামেরাও ব্যবহার করছে।