গাবতলীর হাটে দুই পাকিস্তানি উট
গাবতলী পশুর হাট। এ হাটে দুটি উট তোলা হয়েছে কোরবানির জন্য বিক্রির উদ্দেশ্যে। উট দুটি দেখতে ভিড় জমাচ্ছে সাধারণ মানুষ ও ক্রেতারা। দরদাম করছেন কেউ কেউ। বিক্রেতা দাম হাঁকাচ্ছেন একটি ২৮ লাখ, আরেকটি ২৭ লাখ টাকা।
গাবতলী পশুর হাটের স্থানীয় ব্যবসায়ী হাফিজুর রহমান। তিনি নিয়মিত এ হাটে গরু ও মহিষ বিক্রি করেন। এ উট দুটির মালিকও হাফিজুর। তিনি বলেন, ‘২৮ আর ২৭ লাখ দাম বলছি। একটি ২৫ লাখ, আরেকটি ২৪ লাখ হলে দিয়ে দেব।’
হাফিজুর রহমান বলেন, ‘দুটি উটই জাহাজে করে পাকিস্তান থেকে আট দিন আগে এসেছে। আমি কিনেছি কোরবানির ঈদে বিক্রি করব বলে। দেখা যাক, শেষমেশ কখন আর কার কাছে বিক্রি করতে পারি ‘
ক্রেতারা কেমন দাম বলছে, এমন প্রশ্নে হাফিজুর এ প্রতিবেদককে বলেন, ‘১৫ লাখ পর্যন্ত দাম উঠেছে। কিন্তু, এ দামে দেওয়ার প্রশ্নই উঠে না। এতে আমার কেনা দামও হয় না।’
হাফিজুর যখন এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলছিলেন, তখন পাশে দাঁড়িয়ে অনেক সাধারণ মানুষ উটের সঙ্গে ছবি তুলছিলেন। কথা প্রসঙ্গে হাফিজুর বলেন, ‘অনেক মিডিয়া আসছে। আবার ফেসবুকেও মানুষ উটের ছবি আর ভিডিও দিচ্ছে।’ হাফিজুর উটের পাশে দাঁড়িয়ে যখন কথা বলছিলেন, উট তখন মুখ দিয়ে সারা পিঠসহ দেহ চুলকাচ্ছিল। এক পা দিয়ে আরেক পা চুলকাচ্ছিল। এ দৃশ্য মানুষ দেখছিল আর ছবি তুলছিল।