মতিঝিলে মেট্রোরেল স্টেশনের ছাদে থেকে ড্রোন উদ্ধার
রাজধানীর মতিঝিলের মেট্রোরেল স্টেশনের ছাদে একটি ড্রোন পড়েছিল। মেট্রোরেলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ড্রোনটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মীরা।
আজ শুক্রবার (১৪ জুন) ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
রোজিনা আক্তার বলেন, গত ১০ জুন মতিঝিলের মেট্রোরেল স্টেশনের ছাদে একটি ড্রোন পড়ে। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছিল, মেট্রোরেল চলাচল করছে। তখন হাইভোল্টেজ বিদ্যুৎ থাকায় উদ্ধার করা সম্ভব হয়নি। আজ শুক্রবার মেট্রোরেল চলাচল বন্ধ থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের টিটিএল দিয়ে ড্রোনটি উদ্ধার করা হয়েছে।