সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের চাপ
ঈদুল আজহাকে সামনে রেখে আজও যানবাহনের প্রচণ্ড চাপ রয়েছে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। তবে যানজটের কোনো ভোগান্তি নেই মহাসড়কটিতে।
আজ শনিবার (১৫ জুন) ভোর থেকে মহাসড়কে এ চিত্র দেখা যায়।
সিরাজগঞ্জের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মো. জাফর উল্লাহ জানান, পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা থেকে বাড়ি ফিরছে উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ। একই সাথে ঢাকার বিভিন্ন পশুর হাটের উদ্দেশ্যে যাচ্ছে পশুবাহী যানবাহন। ফলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। তবে মহাসড়কের কোথাও কোনো যানজট বা ভোগান্তি নেই। মহাসড়কে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দায়িত্ব পালন করছে পুলিশ সদস্যরা।
মহাসড়কে দেখা গেছে মানুষ যে যেভাবে পারছে বাড়ি ফিরছে। গণপরিবহণের পাশাপাশি ট্রাক, পিকআপভ্যান ও মোটরসাইকেলে জীবনের ঝুঁকি নিয়েও বাড়ি ফিরছেন অনেকে।