নেত্রকোনায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি, কমেনি দুর্ভোগ
নেত্রকোনায় পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে তৈরি হওয়া বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। কমতে শুরু করেছে পানি। জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, উব্ধাখালি নদীর পানি কলমাকান্দা পয়েন্টে কিছুটা কমেছে। তবে এখনও বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। কংশ, সোমেশ্বরী, ধনুসহ বেশ কয়েকটি নদ-নদীর পানি কমে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এখনও পানিবন্দি হাজার হাজার মানুষ। কমছে না জনদুর্ভোগ।
আজ শনিবার (২২ জুন) সকাল পর্যন্ত দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি না হওয়ায় ডুবে যাওয়া সড়ক ও বসতভিটা থেকে পানি নামতে শুরু করেছে। অনেক এলাকায় এখনও নৌকা ও ভেলায় যাতায়াত করতে হচ্ছে। গতকাল শুক্রবার নাজিরপুর ইউনিয়নের রাতকান্দা গ্রামের আবু কালামের ১০ বছরের ছেলে রিফাত হোসেন বাড়ির সামনের সড়কে বানের পানির স্রোতে ভেসে যায়। পরে তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
পানি উন্নয়ন বোর্ডের নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী সারওয়ার জাহান বলেন, জেলার কলমাকান্দার আটটি ইউনিয়নসহ বারহাট্টা ও নেত্রকোনা সদর, খালিয়াজুরী উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের প্রায় ১২০টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকায় এখনও হাজার হাজার মানুষ পানিবন্দি রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুদিন সময় লাগবে।