প্লাবিত ফুলগাজী বাজার, মুহুরী নদীর পানি বিপৎসীমার কাছাকাছি
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থিত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে ভারি বৃষ্টিতে মুহুরী নদীর পানি বিপৎসীমার কাছাকাছি। প্লাবিত হয়েছে ফেনীর ফুলগাজী বাজারের নিম্নাঞ্চলও।
ফুলগাজী বাজারের পূর্ব পাশে অবস্থিত পানি নিয়ন্ত্রণ গেট মেরামতের পরও সেই গেট দিয়ে বাজারে পানি প্রবেশ করছে। ফলে বাজার এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে নিচু স্থানে অবস্থিত দোকানগুলো নিয়ে।
কয়েকদিন আগে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা জানিয়েছিলেন, বাজারের পূর্ব পাশে পানি আসা-যাওয়ার যে গেট রয়েছে, তা মেরামত করা হয়েছে এবং এখন সেটি কাজ করছে। তবে বাস্তবতা ভিন্ন। মেরামতের পরও ওই গেট দিয়ে পানি ঢুকছে বাজারে, যা প্রশ্ন তুলছে গেট মেরামতের মান ও কার্যকারিতা নিয়ে।
বাজারের ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক বলেন, বৃষ্টি বা নদীর পানির প্রবাহ যদি আরও বাড়ে, তাহলে নিচু দোকানগুলোতে পানি ঢুকে পড়তে পারে। ফলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে তাদের।
এ অবস্থায় বাজারের সব ব্যবসায়ীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ব্যবসায়ীরা দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই যাতে নিয়ন্ত্রণে আনা যায়।
পাউবোর নির্বাহী প্রকৌশলী শিহাব আহমেদ বলেন, মুহুরী নদীর পানির বিপৎসীমা ১২ দশমিক ৫৫ মিটার। সেখানে এখন ১১ দশমিক ৫৫ মিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অনেকটা বিপৎসীমার কাছাকাছি রয়েছে নদীর পানি। রাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বাড়লে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।

জাহিদুল রাজন, ফেনী জেলা (সদর-ছাগলনাইয়া)