মেক্সিকোতে বন্যা-ভূমিধসে নিহত ৬৪

মধ্য ও পূর্ব মেক্সিকোতে মুষলধারে বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত কমপক্ষে ৬৪ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আরও ৬৫ জন নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।
এএফপির প্রতিবেদনে বলা হয়, কয়েকদিন ধরে ভারি বৃষ্টিপাতের ফলে মেক্সিকোর বেশ কয়েকটি রাজ্যে রাস্তাঘাট নদীতে পরিণত হয়েছে, ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটেছে। অনেক রাস্তা ও সেতু ভেসে গেছে। বাসিন্দারা খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সরবরাহের জন্য রাস্তা পরিষ্কার করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
মেক্সিকোর বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের প্রধান লরা ভেলাজকুয়েজ বলেন, এই বন্যায় ভেরাক্রুজ, হিডালগো ও পুয়েবলা রাজ্যগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু হিডালগো রাজ্যেই ৪৩ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তিনি মাত্র ১২ ঘণ্টা আগে ৪৭ জনের মৃত্যুর খবর জানিয়েছিলেন।
গতকাল সোমবার (১৩ অক্টোবর) দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম জানিয়েছেন, উদ্ধার প্রচেষ্টার অংশ হিসেবে ও আটকে পড়া মানুষের জন্য গুরুত্বপূর্ণ খাদ্য এবং পানি সরবরাহের জন্য প্রায় ১০ হাজার সৈন্য মোতায়েন করা হয়েছে। এই ত্রাণ কার্যক্রমে নৌকা, বিমান ও হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।

প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, পর্যাপ্ত খাবার ও পানি সরবরাহ করা প্রয়োজন। বাস্তুচ্যুতদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
মেক্সিকো এই বছর বিশেষ করে ভারি বৃষ্টিপাতের কবলে পড়েছে, যার মধ্যে রাজধানীতেও রেকর্ড বৃষ্টিপাত হয়েছে।