খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ নেই : আইনমন্ত্রী
বিদ্যমান আইনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ রোববার (২৩ জুন) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী।
আইনমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানোর কাজ চলছে। মানবিক দৃষ্টিকোণ থেকে তার সাজা স্থগিত রাখা হয়েছে। এখন পর্যন্ত তার ইচ্ছে মতো চিকিৎসা দেওয়া হয়েছে। বিদেশের ডাক্তার এনেও চিকিৎসা দেওয়া হয়েছে। এ আইনি ব্যবস্থায় তাকে বিদেশে যেতে দেওয়ার সম্ভাবনা নেই।’
দেশে আইনের সুযোগ নিয়ে অনেক বড়বড় অপরাধীরা চিকিৎসার জন্য বিদেশে যাওয়া আসা করছে। আইন বেগম খালেদা জিয়ার বিষয়ে এতটা কঠোর কেন? এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘বেগম খালেদা জিয়াকে নির্বাহী আদেশে দুটি শর্তে নিজ বাসায় থেকে চিকিৎসা সুযোগ দেওয়া হয়েছে।’
যে সুবিধা তাকে একবার দেওয়া হয়েছে, একই আইনে আর কোনো সুবিধা তাকে দেওয়ার সুযোগ নেই বলেও জানান আইনমন্ত্রী আনিসুল হক।