এইচএসসি পরীক্ষার্থীদের সহায়তায় পুলিশের কুইক রেসপন্স টিম
আগামী ৩০ জুন শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এবারও পরীক্ষার্থীদের সহায়তা করতে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের কুইক রেসপন্স টিম কাজ করবে। পরীক্ষার দিনগুলো এ টিমের সদস্যরা মাঠে থাকবে।
আজ বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান।
মুনিবুর রহমান বলেন, যেখানে পরীক্ষার কেন্দ্র বেশি সেখানে কুইক রেসপন্স টিম বেশি থাকবে। কুইক রেসপন্স টিম বিভিন্ন রোডে থাকবে। যদি কোনো পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছাতে দেরি করে অথবা বিপদে পড়ে সেখানে কুইক রেসপন্স টিম পরীক্ষার্থীদের দ্রুত কেন্দ্রে পৌঁছানোর কাজ করবে।
এইচএসসি পরীক্ষার ৮০টি কেন্দ্র ঢাকা মহানগরে আছে পরীক্ষার কেন্দ্রমুখী যেসব রোড রয়েছে সেখানে বিশেষ ট্রাফিক ব্যবস্থা থাকবে জানিয়ে অতিরিক্ত কমিশনার বলেন, পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে সেই প্রচেষ্টা থাকবে আমাদের। এ ছাড়া প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা চলতে দেওয়া হবে না।
মুনিবুর রহমান বলেন, এবার প্রতিটি কেন্দ্রের রোড ভিত্তিক ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষার কেন্দ্রে পরীক্ষার্থীরা যেন সময়মতো পৌঁছাতে পারেন সেজন্য রোডে পরীক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।