ট্রেনের ইঞ্জিন বিকল
২ ঘণ্টা পর ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আজ বৃহস্পতিবার (২৭ জুন) বিকেল আনুমানিক ৫টার দিকে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে বলে নিশ্চিত করেন জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী।
জানা যায়, ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি গাজীপুরের কালিয়াকৈর হাইটেক সিটি রেলওয়ে স্টেশন ও মির্জাপুর স্টেশনের মাঝামাঝি হিজলতলী এলাকায় পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর ঢাকা থেকে রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।
ইঞ্জিন বিকল হওয়ায় জয়দেবপুর, মৌচাক, বঙ্গবন্ধু হাইটেক স্টেশন ও মির্জাপুরে কয়েকটি ট্রেন থেমে থাকে। এতে বিপাকে পড়েন যাত্রীরা।
স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, ‘ সন্ধ্যা সাড়ে ৭টায় রিলিফ ট্রেনের নতুন ইঞ্জিন গিয়ে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি উদ্ধার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’