তেঁতুলিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান দম্পতির সম্পত্তির দলিল জব্দের নির্দেশ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/06/27/panchagar_kaajii_maahmudur_rhmaan_ddaablu.jpg)
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু ও তাঁর স্ত্রী তহুরা বেগমের স্থাবর সম্পত্তির দলিল জব্দের নির্দেশ দিয়েছেন জেলা জজ আদালত।
আজ বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম ফারুক এই আদেশ দেন।
একই সঙ্গে কাজী মাহমুদুর রহমান ডাবলুর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের তেঁতুলিয়া শাখার ব্যাংক হিসাব অবরুদ্ধ করারও নির্দেশ দেন আদালত।
জেলা জজ আদালতের দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব জানান, গত ১ ফ্রেব্রুয়ারি দুদক জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসেন আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ডাবলুর বিরুদ্ধে একটি মামলা করেন। পরবর্তী সময়ে আয়কর আইনে তাঁর আয়কর ফাইল পান তদন্তকারী কর্মকর্তা।
পিপি আরও জানান, আয়কর ফাইল ও তদন্তের পরিধি অনুযায়ী এ পর্যন্ত ডাবলু ২০২০ সালে দাখিল করা সম্পদের হিসাবে ১৩ লাখ ৩৬ হাজার ৫২ টাকার সম্পদ গোপন করেছেন এবং জ্ঞাত আয় বহির্ভূত ৭৯ লাখ ৭২ হাজার ৫৫ টাকার সম্পদ ভোগ দখল করছেন। গত ১২ জুন এসব সম্পদের দলিল ক্রোক এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন মামলার বাদী। এরই পরিপ্রেক্ষিতে তাঁর নামে ১৬টি এবং তাঁর স্ত্রীর নামের একটি দলিল ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত।