সুনামগঞ্জে ভারী বর্ষণের পূর্বাভাস, ফের বন্যা আতঙ্ক
সুনামগঞ্জে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে স্থানীয়দের মধ্যে আবারও বন্যা আতঙ্ক দেখা দিয়েছে।
গতকাল শুক্রবার (২৮ জুন) আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী দুদিন সিলেটসহ দেশের সাত বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এতে স্থানীয়দের মধ্যে আবারও বন্যা আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, এক সপ্তাহ আগের বন্যার ক্ষয়ক্ষতি এখনও কাটিয়ে উঠা যায়নি। এর মধ্যে দ্বিতীয় দফায় বন্যার পূর্বাভাস জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।
গত ১৭ জুন কোরবানির ঈদের দিন সুনামগঞ্জ পৌরশহরসহ ১২ উপজেলায় বন্যা দেখা দেয়। এতে ২০ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েন। সুনামগঞ্জের রাস্তাঘাট, ফসলি জমি, বসতঘর সব পানিতে তলিয়ে যায়। ১১ দিন অতিবাহিত হলেও এখনও হাওরের অনেক ইউনিয়নে বন্যার পানি রয়ে গেছে। সেই ধকল না কাটতেই আবারও বন্যার আতঙ্কে জেলাবাসী।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ‘আগামী দুদিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে সুরমা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।’ তবে বন্যা পরিস্থিতির সৃষ্টি হলেও আগের মতো ততটা ভয়াবহ হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।