ধনী-গরিব বৈষম্য বাড়াতে আমরা যুদ্ধ করিনি : নজরুল ইসলাম খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিকদলের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, খুব আশা নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম যে এদেশে গণতন্ত্র থাকবে, সুশাসন থাকবে, এদেশে বৈষম্যের অবসান হবে; যেটা পাকিস্থানে ছিল না। এদেশে মানবিক মর্যাদা থাকবে সম্মানিত নাগরিক হিসেবে জীবনযাপন করব, যেটা পাকিস্থানে পারিনি। কিন্তু দুর্ভাগ্য, আজ যারা ক্ষমতাসীন, তারা ক্ষমতার মোহে আমাদের সব আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দিয়েছে।
জাতীয়তাবাদী শ্রমিক দলের ময়মনসিংহ বিভাগীয় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালায় আজ শনিবার (৬ জুলাই) দুপুরে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম এসব কথা বলেন। কিছু মানুষ ধনী আর অন্যরা গরিব হবে, তার জন্য মুক্তিযুদ্ধ করিনি উল্লেখ করে তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই, এদেশে ভোট হয় না, বৈষম্য আরও বেড়েছে। বৈশ্বিক রিপোর্ট বলে, জনসংখ্যার হার বিবেচনা করলে বাংলাদেশে প্রতি বছর কোটিপতি তৈরি হচ্ছে যা কোনো দেশে হয় না। তার জন্য বলা হচ্ছে—দেশ উন্নতি করছে। কিন্তু অন্য রিপোর্ট বলে, বাংলাদেশে যে পরিমাণ মানুষ দারিদ্রসীমার নিচে চলে যাচ্ছে, সেটা সর্বোচ্চ।
ময়মনসিংহ বিভাগীয় শ্রমিকদলের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও শ্রমিকদলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইন প্রমুখ।