নওগাঁয় পুলিশ হেফাজতে থেকে আসামির পলায়ন
নওগাঁর পোরশায় আলম হোসেন (৩০) নামে এক ওয়ারেন্টভুক্ত আসামি পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেছে। আজ মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে।
পলাতক আলম হোসেন পোরশা উপজেলার নিতপুর জেলেপাড়ার সোহরাব হোসেনের ছেলে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান জানান, মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আলমকে গতকাল সোমবার রাতে তাঁর বাড়ি থেকে আটক করা হয়। আজ দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়। তাঁকে নিয়ে বাসে করে আদালতের উদ্দেশে রওনা হন দুই পুলিশ সদস্য। বাসটি দুপুর দেড়টায় মহাদেবপুর উপজেলা সদরে বাসস্ট্যান্ডে থামলে ওই দুই পুলিশ সদস্য আসামি আলম হোসেনকে বাসের সিটে বসিয়ে রেখে চা খেতে নামেন। এ সময় সুযোগ পেয়ে আলম হোসেন বাস থেকে নেমে পালিয়ে যান।
বিষয়টি তাৎক্ষণিক মহাদেবপুর থেকে পোরশা থানায় জানানো হলে পুলিশ কন্ট্রোল রুম থেকে নওগাঁ জেলার ১১টি থানায় এই আসামি পলায়নের ঘটনার বার্তাটি পাঠানো হয়। দুপুর থেকেই পুলিশের একাধিক টিম জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলায় অভিযান পরিচালনা করে আসছে। কিন্তু রাত সাড়ে ১০টা পর্যন্ত আসামির কোনো হদিস পায়নি পুলিশ।
এ ব্যাপারে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের সাথে কথা হলে তিনি জানান, দায়িত্বে অবহেলার কারণে ওই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তার আগে আমাদের মূল উদ্দেশ্য পলাতক আসামিকে আইনের আওতায় নিয়ে আসা। ইতোমধ্যে জেলাজুড়ে সাঁড়াশি অভিযান চলছে। পুলিশের একাধিক টিম বিভিন্ন উপজেলায় ও আশপাশের জেলায় কাজ করছে। খুব শিগগিরই আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলেও জানান তিনি।