নওগাঁয় ৫৫৪ কেজি বিস্ফোরক দ্রব্যসহ ব্যবসায়ী আটক
নওগাঁর একটি গোডাউন থেকে ১৪ মণ (৫৫৩.৭ কেজি) অবৈধ বিস্ফারক দ্রব্য উদ্ধার করেছেন র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এ সময় রুপম কুমার (৩৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। সালাউদ্দিন বিহারী (৪৫) নামে এক যুবক পালিয়ে যায়।
আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
গতকাল রোববার দিনগত রাত ১০টার দিকে শহরের পুরাতন মাছ বাজার (মসলাপট্টি) এলাকায় কাজী মার্কেটের তৃতীয় তলায় গোডাউন থেকে বিস্ফারক দ্রব্যসহ রুপমকে আটক করা হয়।
মহাদেবপুরের জোতহরি গ্রামের নিবারণ চন্দ্র বর্মণের ছেলে ও পলাতক সালাউদ্দিন বিহারী সদর থানার খাস নওগাঁ এলাকার মৃত শামছুল হকের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রুপম অবৈধ বিস্ফোরক ব্যবসায়ী। তিনি সিলেট ও শায়েস্তাগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চা পাতার নাম করে বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করতেন। পাশাপাশি নওগাঁ ও পাশের জেলার সীমান্ত এলাকা থেকেও কৌশলে অবৈধ বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করতেন। এরপর তাঁর সহযোগী সালাউদ্দিনের যোগসাজসে নওগাঁসহ আশপাশের জেলায় এবং দেশের বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারী বিক্রি করতেন। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাবের একটি গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।
র্যাবের আভিযানিক দল পৌরসভার পুরতান মাছ বাজার (মসলাপট্টি) এলাকায় কাজী মার্কেটের তৃতীয় তলায় অভিযান পরিচালনা করে। অভিযানে রুপমকে তার ভাড়া করা গোডাউনে অবৈধ বিস্ফোরক দ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় আটক করা হয়। রুপমের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইনে সদর থানায় একটি মামলা করা হয়েছে।