বিএনপির কার্যালয় ভাঙচুর, আ.লীগের নেতাকর্মীদের নামে মামলা
নওগাঁয় জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে সদর মডেল থানায় করা মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৯২ নেতাকর্মীকে আসামি করেছেন জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ। এ ঘটনায় অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে ২৫০ জনকে।
গত ৩ আগস্ট কোটা সংস্কার আন্দোলন চলাকালে শহরের কেডির মোড়ে বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বায়েজিদ হোসেন পলাশ বলেন, আওয়ামী সন্ত্রাসীরা ওই দিন আমাদের দলীয় কার্যালয়ে তাণ্ডব চলানোর পাশাপাশি পুরো শহরে অরাজকতা ছড়াতে অস্ত্রের মহড়া দিয়েছে। ইতোমধ্যেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। শান্তির শহর নওগাঁকে যারা অশান্ত করেছিল তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল ওয়াদুদ বলেন,বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৯২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২৫০ জনের নামে মামলা করেছেন জেলা বিএনপির সদস্য সচিব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে মাহবুব কাদের ফাহিম নামে এক ছাত্রলীগনেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।