অবৈধভাবে মজুদ ১৪৯ বস্তা সার জব্দ
নওগাঁর পত্নীতলা উপজেলার শিহাড়া ইউনিয়নে সৈনিক ট্রেডার্স থেকে অবৈধভাবে গোপনে মজুদ করা ১৪৯ বস্তা ডিএপি সার জব্দ করেছে উপজেলা কৃষি অফিস। ছবি : এনটিভি অনলাইন
নওগাঁর পত্নীতলা উপজেলার শিহাড়া ইউনিয়নে সৈনিক ট্রেডার্স থেকে অবৈধভাবে গোপনে মজুদ করা ১৪৯ বস্তা ডিএপি সার জব্দ করেছে উপজেলা কৃষি অফিস। আজ বুধবার (৩ নভেম্বর) বিকেলে সারগুলো শিহাড়া ইউনিয়নের পাটলের গোয়েন্দা পাড়ার একটি বাগানের ভেতর থেকে উদ্ধারের পর জব্দ করা হয়।
কৃষি অফিস সূত্রে জানা যায়, সৈনিক ট্রেডার্সের মালিক সিরাজুল ডিলার না হয়েও অবৈধভাবে সরকারি অনুমোদন ছাড়াই এসব ডিএপি সার মজুদ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোট ১৪৯ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলীমুজ্জামান মিলন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে, কর্তৃপক্ষ সিদ্ধান্ত দেবে। এই সার কোথা থেকে এলো সেটা আমাদের আগে জানা জরুরি। সেটা যদি জানা যায় তাহলে আমাদের এটা নিষ্পত্তি করতে সুবিধা হবে।

রবিউল ইসলাম, নওগাঁ (পত্নীতলা-ধামইরহাট)