ঢাকার ফাঁকা সাতটি আসনের মধ্যে চারটিতে প্রার্থী দিল বিএনপি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী ঘোষণা করেন।
এর আগে গত ৩ নভেম্বর ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছিল দলটি। পরবর্তীতে একটি আসনে স্থগিত করা হয়। আজকের মধ্য দিয়ে ২৭২ আসনে দলীয় প্রার্থী ঘোষণা হলো।
ঢাকার ২০টি আসনের মধ্যে সাতটি আসনে প্রার্থী ফাঁকা রেখেছিল দলটি। আজ ঘোষণা করা ৩৬টি আসনের মধ্যে ঢাকার চারটি আসন রয়েছে।
আসনগুলো হলো–ঢাকা-৭ হামিদুর রহমান, ঢাকা-৯ হাবিবুর রশীদ, ঢাকা-১০ শেখ রবিউল আলম ও ঢাকা-১৮ এসএম জাহাঙ্গীর হোসেন। এর আগে গত ৩ নভেম্বর ঢাকা-১, ঢাকা-২, ঢাকা-৩, ঢাকা-৪, ঢাকা-৫, ঢাকা-৬, ঢাকা-৮, ঢাকা-১১, ঢাকা-১২, ঢাকা-১৪, ঢাকা-১৫, ঢাকা-১৬ ও ঢাকা-১৯ আসনে প্রার্থী ঘোষণা করা হয়।
এখনো ঢাকার তিনটি আসনে প্রার্থী ফাঁকা রেখেছে বিএনপি। আসনগুলো হলো–ঢাকা-১৩, ঢাকা-১৭ ও ঢাকা-২০।

নিজস্ব প্রতিবেদক