শিক্ষার্থীরা লিমিট ক্রস করে যাচ্ছেন : স্বরাষ্ট্রমন্ত্রী
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শিক্ষার্থীদের মাঠের এ আন্দোলনকে ব্যবহার করে পানি ঘোলা করার চেষ্টা হচ্ছে। শিক্ষার্থীরা লিমিট ক্রস করে যাচ্ছেন।
আজ বৃহস্পতিবার (১১ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সাংবাদিকদেরে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা আন্দোলনকারীদের কথা শুনতে চাই। কিন্তু এটার জন্যও একটা সীমা থাকে। আন্দোলনকারীরা সেই সীমা পার করে ফেলেছেন।
উচ্চ আদালতের আদেশের পর শিক্ষার্থীদের এখন আর রাস্তায় থাকার প্রয়োজন নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, হাইকোর্টের নির্দেশ স্থগিত থাকবে। মামলার পরবর্তী রায় না হওয়া পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত থাকবে। এখন হাইকোর্টের নির্দেশনা অচল। এ অবস্থায় তাদের আর রাস্তায় থাকার প্রয়োজন নেই।