খাগড়াছড়িতে শান্তিবাহিনীর গণহত্যার বিচার দাবি
খাগড়াছড়িতে তৎকালীন শান্তিবাহিনী কর্তৃক গণহত্যায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে নিহতদের স্বজনরা। এ সময় গণকবরের সামনে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।
আজ শনিবার (১৩ জুলাই) সকালে রামগড় উপজেলার পাতাছড়া গণহত্যার ৩৮ বছর উপলক্ষে নিহতদের রুহের মাগফেরাত কামনায় এ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।
পাতাছড়া জামে মসজিদের খতিব মাওলানা মো. আবু হানিফ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে অংশ নেন গণহত্যায় নিহত আদম ছফি উল্লাহর ছেলে মো. ইয়াছিন ও আবু ইউসুফ, ছবুরী খাতুনের ছেলে নজরুল ইসলাম, হালিমা বেগমের ছেলে মো. নাছিরসহ সমাজ কমিটির সভাপতি মো. মন্তাজ মিয়া প্রমুখ।
নিহতদের স্বজন ও স্থানীয়দের দাবি, ১৯৮৬ সালের ১৩ জুলাই এ গণহত্যা সংগঠিত হয়। এ গণকবর সংরক্ষণ ও পার্বত্য চট্টগ্রাম চুক্তির আগে তিন পার্বত্য জেলায় সংগঠিত বিভিন্ন গণহত্যার নথিপত্র এবং গণহত্যার ঘটনা প্রকাশের দাবি জানানো হয়। এছাড়া বাস্তুহীন পরিবারগুলোকে নিজ ভূমিতে ফেরত পাঠানো ও ক্ষতিপূরণসহ পুনর্বাসনের ব্যবস্থা করার দাবিও জানান স্থানীয়রা।
৩৮ বছর আগে, ১৯৮৬ সালের ১৩ জুলাই তৎকালীন শান্তিবাহিনীর একদল সশস্ত্র সন্ত্রাসীদের অগ্নিসংযোগ, এলোপাতাড়ি গুলিতে সেদিন নিহত হয়েছিল শিশুসহ মোট ৭ জন। কয়েকদিন পর ঘটনাস্থলের খুব কাছ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করেছিল স্থানীয়রা।