মাদারীপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও
মাদারীপুরের কালকিনিতে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) হস্তক্ষেপে এক কিশোরী বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে স্থানীয় জনপ্রতিনিধির সহযোগিতায় ওই বিয়ে বন্ধ করে দেন ইউএনও।
আজ শনিবার (১৩ জুলাই) সকালে কালকিনির ইউএনও উত্তম কুমার দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।
ইউএনও উত্তম কুমার দাশ বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, এক সৌদি প্রবাসীর সঙ্গে এক কিশোরীর বিয়ে দেওয়ার জন্য স্থানীয় এক নিকাহ রেজিস্ট্রার অফিসে উপস্থিত হন উভয়পক্ষের লোকজন। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সহযোগিতায় ওই কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করে দেওয়া হয়।