নিখোঁজ ছাত্রদলনেতা আতিকুর রাসেলের অবস্থান জানানোর নির্দেশ
'নিখোঁজ' ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলের অবস্থান জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রাসেলের বাবার করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে আজ রোববার (১৪ জুলাই) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের হাইকোর্ট বেঞ্চ অবিলম্বে পুলিশের মহাপরিদর্শককে এ তথ্য জানাতে নির্দেশ দিয়ে রুল জারি করেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল।
সম্প্রতি একটি জাতীয় দৈনিকে ‘আট দিন ধরে নিখোঁজ ছাত্রদল নেতা আতিক’ শিরোনামে খবর প্রকাশিত হয়। সে প্রতিবেদনে বলা হয়, আট দিন আগে নিখোঁজ ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলের খোঁজ পাওয়া যায়নি এখনো। তার পরিবার সংশ্লিষ্ট থানা-পুলিশ, হাসপাতাল, র্যাব, গোয়েন্দা সংস্থা—সব জায়গায় খোঁজ নিয়েছে।কোথাও তার হদিস নেই।
রাজধানীর পুরান ঢাকার আজিমপুর অগ্রণী স্কুলের সামনে থেকে ১ জুলাই আতিকুর রহমান নিখোঁজ হন। নিখোঁজ আতিকুর রহমান ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক এবং ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি।