বারনই নদীতে নেমে নিখোঁজ, ১৭ ঘণ্টা পর ভাসল মরদেহ

নাটোরের নলডাঙ্গার বারনই নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার ১৭ ঘণ্টা পর রিমি খাতুন (৮) নামে এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (১৬ মে) সকাল ৯টার দিকে উপজেলার ভূষণগাছা এলাকায় নদীতে মরদেহটি ভেসে উঠলে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করে।
এর আগে, গতকাল বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৩টার দিকে উপজেলার পিপরুল সেন্টার এলাকায় নানির সঙ্গে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় রিমি। শিশুটি নাটোর সদর উপজেলার বাসুদেবপুর গ্রামের রবিউল ইসলামের মেয়ে এবং পিপরুল এলাকার হাজি সাইফুল ইসলামের নাতনি।
স্থানীয়রা জানান, হালখাতা অনুষ্ঠানে অংশ নিতে মা ও নানির সঙ্গে পিপরুল এলাকায় নানা সাইফুল ইসলামের বাড়িতে এসেছিল রিমি। বিকেলে বাড়ির পাশে বারনই নদীতে গোসল করতে নেমে আর উঠে আসেনি সে। খবর পেয়ে প্রথমে নলডাঙ্গা ফায়ার সার্ভিস এবং পরে রাজশাহী থেকে ডুবুরি দল এসে রাত পর্যন্ত খোঁজ করেও কোনো সন্ধান পায়নি। শুক্রবার সকাল ৯টার দিকে প্রায় এক কিলোমিটার দূরে ভূষণগাছা এলাকায় নদীতে রিমির মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ডুবুরি দল মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
নলডাঙ্গা ফায়ার সার্ভিসের লিডার হাবিবুর রহমান জানান, ৮ বছরের শিশু নিখোঁজের খবর পেয়ে উদ্ধারের জন্য রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল এনে বৃহস্পতিবার রাত পর্যন্ত খোঁজ করে পাওয়া যায়নি। পরে আজ শুক্রবার সকালে ভূষণগাছা এলাকায় ওই শিশুর মরদেহ ভেসে উঠে।