রাতে হানিফ ফ্লাইওভারে সংঘর্ষের ঘটনায় তরুণ নিহত
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সিয়াম (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বুধবার (১৭ জুলাই) দিনগত রাত ১২টার দিকে তাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সামনে যান কয়েকজন। তবে পথেই সিয়ামের মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে মরদেহ নিয়ে ফিরে যান তারা।
সিয়াম গুলিস্তানের একটি ব্যাটারির দোকানে কাজ করত। সে মাতুয়াইলে বাসা ভাড়া নিয়ে থাকত। তার গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশনে।
সিয়ামকে হাসপাতালে নিয়ে আসা রাসেল বলেন, সিয়াম বাসায় যাওয়ার সময় হানিফ ফ্লাওয়ারে পৌঁছালে সেখানে সংঘর্ষের মধ্যে পড়েন। একপর্যায়ে সংঘর্ষ থেকে ছোড়া গুলি তার গায়ে লাগে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই সে মারা গেছে। সেজন্য মরদেহ বাসায় নিয়ে যাচ্ছি।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, হানিফ ফ্লাইওভারে সংঘর্ষে গুলিবিদ্ধ এক যুবককে হাসপাতালের নিয়ে আসেন তার স্বজনরা। কিন্তু সিয়াম ইতোমধ্যে মারা গেছে বুঝতে পেরে তারা আবার ফিরে যান।
আরও পড়ুন : হানিফ ফ্লাইওভার টোলপ্লাজা রণক্ষেত্র : আগুন, গুলি, ককটেল বিস্ফোরণ