জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে শিক্ষার্থীদের অবস্থান
রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। তারা কোটা সংস্কার, পুলিশের গুলিতে শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়ে বক্তব্য দেন। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে তারা রাজধানীর পল্টন মোড় থেকে বাংলাদেশ সচিবালয়ের উত্তর পাশ দিয়ে তোপখানা রোড হয়ে প্রেস ক্লাবের সামনে এসে জড়ো হন।
এ সময় প্রেস ক্লাবের সামনে থাকা পুলিশ বক্স থেকে পুলিশ সদস্যরা বেরিয়ে এলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। পুলিশ সদস্যদের দেখেই ‘ভুয়া-ভুয়া’, ‘খুনি-খুনি’ বলে চিৎকার করতে থাকেন আন্দোলনকারীরা।
শিক্ষার্থীরা ‘খুন করে আন্দোলন বন্ধ করা যাবে না, গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না’ বলে নানা ধরনের স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পুলিশ সদস্যদের প্রেসক্লাবের সড়ক ছেড়ে দিয়ে সেগুনবাগিচার দিকে গলিপথ দিয়ে চলে যেতে দেখা যায়।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি, র্যাব, সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও একদফা দাবিতে আজ বৃহস্পতিবার সকাল থেকে সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু হয়।
গত মঙ্গলবার (১৬ জুলাই) সারা দেশে সংঘর্ষে ছয়জনের প্রাণহানি ঘটেছে। বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ–যুবলীগ ও পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন শতাধিক।