খুলনায় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল
খুলনায় আজ শুক্রবার (২৬ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। কারফিউ শিথিলকালীন সময় শান্তিপূর্ণভাবে পার হচ্ছে। তবে রাত ৯টার পর থেকে কারফিউ জারি থাকবে বলে জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক (ডিসি) খন্দকার ইয়াসির আরেফিন।
কারফিউ শিথিলের ঘোষণার পর প্রধান প্রধান সড়কের আশেপাশের দোকানপাট খুলতে শুরু করেছেন ব্যবসায়ীরা। দূরপাল্লার বাস চলাচল শুরু হলেও যাত্রীর সংখ্যা বেশ কম। কারফিউ শিথিলের পর কাচাঁবাজারগুলোতে মানুষের ভিড় বেশি লক্ষ্য করা গেছে। তবে, পণ্য সরবরাহ স্বাভাবিক না থাকায় শাক-সবজি, চালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে।
খুলনার পুলিশ কমিশনার মো. মোজ্জাম্মেল হক ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে শহরের বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন। এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বন্ধ রয়েছে।