তারেক রহমানের বিরুদ্ধে পুনঃতদন্তের আবেদন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/07/29/cyver.jpg)
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা পুনরায় তদন্তের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আজ সোমবার (২৯ জুলাই) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে এই আবেদন করা হয়।
এদিন আদালতে রাষ্ট্র পক্ষের আইনজীবী নজরুল ইসলাম শামীম মামলাটি পুনরায় তদন্তের আবেদন করেন। শুনানি শেষে বিচারক আগামী ২২ সেপ্টেম্বর এ বিষয়ে আদেশের জন্য ধার্য করেছেন। এর আগে তারেক রহমানের বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২১, ২৫, ২৯, ৩১ ধারার অপরাধ প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হওয়ায় গত বছরের ২ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম) উপপরিদর্শক হাসানুজ্জামান আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে তারেক রহমানকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও সম্পত্তি ক্রোক পরোয়ানার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরবর্তীতে এ বছরের ১৭ জানুয়ারি ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন সাইবার ট্রাইব্যুনালে বদলির আদেশ দেন।
এজাহারে নানা অভিযোগের মধ্যে আছে, কর্মীসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে স্থিতিশীল পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশে এমন মনগড়া মিথ্যা তথ্য সম্বলিত উদ্ভট যুক্তি দেন। তিনি জাতির পিতাকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে ইতিহাস বিকৃতির চেষ্টা করেছেন।