২৪ বছর কনডেম সেলে, আপিল শুনানি বৃহস্পতিবার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/07/31/high-court.jpg)
২৬ বছর আগের এক হত্যা মামলায় ২৪ বছর ধরে কারাগারে থাকা শরীফা বেগমের আপিল আবেদনের শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার (১ আগস্ট) দিন ধার্য করেছেন আদালত। আজ বুধবার (৩১ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ শুনানির এ দিন ধার্য করেন।
গত ১ জুলাই একটি জাতীয় দৈনিকে ‘ফাঁসির দিন গুনে এক নারীর ২৪ বছর’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২৬ বছর আগে হত্যা মামলায় শরীফা বেগম কারাগারে যান। ৫৫ বছরের জীবনের প্রায় ২৪ বছরই ‘মৃত্যু সেলে’ থাকা শরীফার মামলার বিচারই এখনও শেষ হয়নি।
১৯৯৮ সালে গ্রেপ্তারের পর ২০০০ সালের অক্টোবরে বিচারিক আদালতে শরীফার ফাঁসির রায় হয়। সেই থেকে তিনি কনডেম সেলে বন্দি। ২০০৩ সালে হাইকোর্টে তার সাজা বহাল থাকে। এরপর ২১ বছরেও তার আপিল নিষ্পত্তির তথ্য মেলেনি। এই দীর্ঘ সময়ে ফাঁসির সেলে থাকা শরীফার কথা আদালত, কারা কর্তৃপক্ষ, অ্যাটর্নি জেনারেল কার্যালয় কারও মনে আসেনি। এই নারী জানতে পারেননি তিনি দোষী না নির্দোষ।
কারা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, কারা ইতিহাসে আর কোনো নারী আসামিকে এত দীর্ঘ সময় ফাঁসির সেলে থাকতে হয়নি। এত লম্বা সময় (২৪ বছর) কোনো নারী কারাবাসে ছিলেন কিনা, সে তথ্যও মেলেনি।
শরীফার মতো জামালপুরের আবদুস সামাদ আজাদ ওরফে সামাদও একই মামলায় গত ২৪ বছর ধরে ফাঁসির সেলে বন্দি।
কারা কর্তৃপক্ষের তথ্যমতে, শেখ জাহিদ নামে খুলনার এক ব্যক্তি ২০ বছর ফাঁসির সেলে থাকার পর ২০২০ সালে ২৫ আগস্ট আপিল বিভাগের আদেশে খালাস এবং পরে মুক্তি পান।