ডিএমপিতে ৬ উপ-পুলিশ কমিশনারের পদায়ন
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার ছয়জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩০ জুলাই) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।
আদেশে মিরপুর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মো, জসিম উদ্দিনকে ডিএমপির প্রসিকিউশন বিভাগে, অপারেশনস বিভাগের মো. আবু ইউসুফকে মিরপুর ট্রাফিক বিভাগে, সিটি স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগের মিশুক চাকমাকে অপারেশনস বিভাগে, ডিএমপির মো. জাহেদ পারভেজ চৌধুরীকে সিটি স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগে, ডিএমপির এম তানভীর আহমেদকে ডিএমপির পিওএম পশ্চিম বিভাগে এবং ডিএমপির সুমন দেবকে ট্রাফিক উত্তরা বিভাগে পদায়ন করা হয়েছে।
অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়।
গতকাল ডিএমপি কমিশনারের অপর এক আদেশে ধানমণ্ডি, রামপুরা ও দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করে নতুন ওসি পদায়ন করা হয়েছে।
এর আগে গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশের দুজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি), পাঁচজন অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) ও পুলিশ সুপার পদমর্যাদার ৪৮ কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি করা হয়েছে।