রংপুরে শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় দুই পুলিশ বরখাস্ত
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের অনুসন্ধান কমিটির রিপোর্ট অনুযায়ী দুই পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইনের এএসআই আমীর হোসেন ও তাজহাট থানার কনস্টেবল সুজন চন্দ্র রায়। বরখাস্তের বিষয়টি আজ শনিবার (৩ আগস্ট) দুপুরে নিশ্চিত করেছেন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান।
গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসুচি চলাকালীন পুলিশের গুলিতে নিহত হন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ। এরপর ১৭ জুলাই রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার সায়ফুজ্জামান ফারুকীকে প্রধান করে গঠিত পাঁচ সদস্যের অনুসন্ধান কমিটি তদন্ত শেষে রিপোর্ট পেশ করেন। এ রিপোর্টে অপেশাদার আচরণ এবং শর্টগান থেকে গুলি করার অপরাধ প্রমাণিত হওয়ায় এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে বরখাস্তের সুপারিশ করেন। রিপোর্ট পাওয়ার পরপরই রংপুরের পুলিশ কমিশনার এ দুজনকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।
আজ শনিবার দুপুরে পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান এনটিভিকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৬ জুলাই ছাত্র আবু সাঈদ নিহত হওয়াসহ কী ঘটেছিল তা জানতেই এই অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছিল। কোন নিরাপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন সে বিষয়টির প্রতিও লক্ষ্য রেখে কাজ করছে পুলিশ।
এসময় সার্বিক পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ কমিশনার রংপুরবাসীর সহযোগিতা কামনা করেন।