পিরোজপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আহতের ঘটনায় মামলা, আটক ১
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ব্যানার নিয়ে শহীদ বেদিতে ফুল দিতে গেলে শ্রমিক দলের নেতাকর্মীদের সঙ্গে বাদানুবাদ হয়। পরে একে কেন্দ্র করে শিক্ষার্থীদের উপর হামলায় আহতের ঘটনা ঘটে। আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ঘটনা ঘটে।
এ ঘটনায় থানায় একটি মামলা হয় এবং সেই মামলায় একজনকে আটক করা হয়।
পিরোজপুর থানা সূত্রে জানা গেছে, বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শহীদুল ইসলাম বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন। পরে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালায়। এ সময় পুলিশ একজনকে আটক করে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান জানান, আসামি গ্রেপ্তারে তাদের অভিযান চলছে।
খোঁজ নিয়ে জানা যায় পিরোজপুর শহরের বলেশ্বর নদের পাড়ে শহীদে বেদিতে আজ সকালে ব্যানার নিয়ে ফুল দিতে যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় তাঁদের বিশ্ববিদ্যালয়ের নামের ব্যানারটি সরিয়ে ফেলতে বলে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ নিয়ে তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়। কিছু পরে নাস্তা করতে গেলে সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রক্টরসহ উভয় পক্ষের পাঁচজন আহত হয়।