জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উত্তাল, মহাসড়ক অবরোধ
সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রতিবাদী বিভিন্ন স্লোগানসহ বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবস্থানের কারণে বন্ধ হয়ে গেছে যান চলাচল। শিক্ষার্থীদের প্রতিবাদী কর্মসূচিতে একাত্মতা জানিয়ে তাদের সঙ্গে যোগ দিয়েছেন শিক্ষকরাও। অন্যান্যের সঙ্গে কর্মসূচিতে যোগ দিয়েছেন নিজ কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে আলোচনায় থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানাও।
আজ শনিবার (৩ আগস্ট) বেলা ১১টা থেকেই বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে জড়ো হতে শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মুরাদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বের হয়ে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অবস্থান নেয় ডেইরি গেটে।
কর্মসূচিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাড়াও সাভারের গণবিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দিয়েছেন।
সেখান থেকে প্রতিবাদ সমাবেশে ২৪ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরিফ মাহমুদসহ আটক শিক্ষার্থীদের মুক্তিসহ ৯ দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন সরকারের পদত্যাগ দাবি করেন তারা। পাশাপাশি রোববার থেকে অনির্দিষ্টকালের ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের যে কর্মসূচির ডাক দেওয়া হয়েছে তা সফল করতে দল-মত নির্বিশেষে সবাইকে আহ্বান জানান আন্দোলকারী শিক্ষার্থীরা।
এদিকে, শিক্ষার্থীদের অবস্থানের মুখে বন্ধ হয়ে গেছে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল। তবে নিরাপদ অবস্থানে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আন্দোলনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা গেছে।