বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সমাবেশ পণ্ড করে দিল পুলিশ
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের বেশকিছু নেতাকর্মী এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে ব্যানার নিয়ে সমাবেশ করতে জড়ো হয়েছিলেন। ব্যানারে লেখা ছিল ‘বিএনপি–জামায়াতের ধ্বংসাত্মক কাজের প্রতিবাদে সমাবেশ’। পুলিশ ব্যানারটি ছিনিয়ে নিয়ে নেতাকর্মীদের প্রেসক্লাবের সামনে থেকে সরিয়ে দেয়।
আজ শনিবার (৩ আগস্ট) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তাড়া খেয়ে সমাবেশের আয়োজকরা পুলিশের কাছ থেকে ব্যানারটি ছিনিয়ে নিয়ে দ্রুত প্রেস ক্লাব অঙ্গন ত্যাগ করে চলে যান।
জাতীয় প্রেসক্লাবের একাধিক সিনিয়র সদস্য এনটিভি অনলাইনকে জানান, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে পুলিশের বেপরোয়া গুলি বর্ষণে পাঁচজন সাংবাদিকসহ দুই শতাধিক মানুষ নিহত হন। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এ সমাবেশে বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকজন সাবেক ঊর্ধতন কর্মকর্তাও অংশ নেন।
বেলা ১১টার দিকে সমাবেশ শুরু হয়। দুপুর সাড়ে ১২ টার দিকে সমাবেশ শেষে সাংবাদিকরা মিছিল নিয়ে বের হয়ে পল্টনের দিকে চলে যান। এতে জাতীয় প্রেস ক্লাবের সামনের চত্বর জনশূন্য হয়ে যায়। এ সময় আওয়ামী সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা ব্যানার টানিয়ে সমাবেশ শুরু করেন। এ সময় প্রেস ক্লাবের সামনে থাকা পুলিশ সদস্যরা এসে তাদের তাড়িয়ে দেন।
এ বিষয়ে প্রেস ক্লাবের সামনে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘এখানে কিছুক্ষণ আগে সাংবাদিকরা বড় একটি সমাবেশ করেছেন। তারা মিছিল নিয়ে পল্টনের দিকে গেছেন। কিছুক্ষণের মধ্যে তারা আবার মিছিলটি নিয়ে প্রেস ক্লাবের সামনেই আসবেন বলে আমাদের জানিয়েছেন। ঝামেলা এড়াতেই আমরা তাদের (আওয়ামী সাংস্কৃতিক জোট) এখান থেকে সরিয়ে দিয়েছি।