বিএনপি ও নেতার বিরুদ্ধে জাময়াতের অপপ্রচারের প্রতিবাদে সমাবেশ
নরসিংদীতে বিএনপি ও দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অপ্রচারের প্রতিবাদে সমাবেশ করেছে নজরপুর ইউনিয়ন বিএনপি ও ইউপি সদস্যরা। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার নজরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নজরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন সরকার, সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ বিএনপির নেতা ও ইউপি সদস্যরা বক্তব্য দেন।
এ সময় সমাবেশ থেকে জানানো হয়, গতকাল রেডক্রিসেন্ট কর্তৃক এই এলাকার গরির-অসহায়দের মধ্যে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক। এরই মধ্যে কম্বল না পেয়ে স্থানীয় ইউনিয়ন জামায়াতের আমিরের উপর হামলা চালায় আগত ব্যক্তিরা। বিষয়টি নিয়ে জামায়াত-শিবিরের সদস্যরা বিএনপিকে নিয়ে প্রপাগাণ্ডা চালিয়েছে। পাশাপাশি শহরে তারা বিক্ষোভ মিছিল করে। এই ঘটনা সম্পূর্ণভাবে সাজানো হয়েছে বিএনপি ও স্থানীয় নেতাদের কলুসিত করার জন্য। সুষ্ঠু নির্বাচন হলে সারা দেশে বিএনপির বিজয় নিশ্চিত ভেবেই জামায়াত-শিবিরের নেতারা এসব কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করা হয়।
প্রতিবাদ সমাবেশে ১নং ওয়ার্ড মেম্বার হাফিজ উদ্দিনের সভাপতিত্বে নজরপুরের সব মেম্বার, বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।