মরদেহ নিয়ে শহীদ মিনারে স্লোগান, অলিগলিতে উত্তাপ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলন কর্মসূচি চলছে। সরকার পতনের এক দফা দাবিতে চলমান এ আন্দোলনে আজ রোববার (৪ আগস্ট) দিনভর সারা দেশে সংঘর্ষ, গুলি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। শেষ খবর পর্যন্ত সারা দেশে নিহত হয়েছেন ৫১ জন। এ ঘটনায় কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশ এলাকার অলিগলিতেও ছড়িয়েছে উত্তাপ।
জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়ার সময় প্রধান গেট থেকে বিক্ষোভকারীরা তিনটি মরদেহ ছিনিয়ে নিয়ে গেছে। বিকেল সাড়ে ৫টার দিকে নিহত তিনজনের মরদেহ নিয়ে বিক্ষোভকারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে যায়। সেখান থেকে আন্দোলনকারীরা রাজধানীর শাহবাগের দিকে যাবে বলে জানা গেছে। এ সময় আন্দোলনকারীরা নানা স্লোগান দিচ্ছিল।