আলপনায় নিহতদের স্মরণ পাবনায়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে পাবনায় আলপনা আঁকছে শিক্ষার্থীরা। ছবি : এনটিভি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে পাবনায় আলপনা অঙ্কন করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে শহরের প্রাণকেন্দ্র আব্দুল হামিদ সড়কে নিহত শহীদদের স্মরণে আলপনা এঁকেছে শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা জানান, গত ৪ আগস্ট পাবনায় ‘স্বৈরাচারী শক্তির তাবেদারেদের’ গুলিতে নিহত শিক্ষার্থীদের স্মরণে এই কর্মসূচি হাতে নিয়েছেন তারা। একইসঙ্গে শহরের ট্রাফিক নিয়ন্ত্রণসহ শহর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও করছেন।
এ সব কর্মসূচি পালনের মাধ্যমে আগামীতে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে বিশ্বাস করেন শিক্ষার্থীরা।