রক্তের দাগ এখনও শুকায়নি, গণ্ডগোল পাকিয়ে লাভ নেই : আ.লীগকে স্বরাষ্ট্র উপদেষ্টা
গণ-অভ্যুত্থানের মুখে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে অন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, এমন কিছু করবেন না যাতে আপনাদের জীবন বিপন্ন হয়। নির্বিচারে গুলি করে দেশের হাজারও ছাত্রজনতাকে হত্যা করেছেন। তাদের রক্তের দাগ এখনও শুকায়নি। আপনারা কী করে ভাবলেন, জনগণ এগুলো ভুলে গেছে?’
স্বরাষ্ট্র উপদেষ্টা আজ সোমবার (১২ আগস্ট) সকালে ঢাকা ক্যান্টনমেন্টে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। এরপর দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরেও সংবাদ সম্মেলন করেন।
শেখ হাসিনার উদ্দেশে সাখাওয়াত হোসেন বলেন, আপনাকে কেউ পালিয়ে যেতে বলেনি। আপনি ছাত্রজনতার হাত থেকে নিজের জীবন বাঁচাতে স্বেচ্ছায় পালিয়ে গেছেন। এখন গণ্ডগোল পাকিয়ে লাভ নেই।
ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা পালিয়ে যাবার পর দলটি দেশে বিশৃঙ্খলা সৃষ্টিসহ গভীর ষড়যন্ত্র ও নানা ধরনের চক্রান্তে লিপ্ত রয়েছে এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা কঠোর হুঁশিয়ার দিয়ে বলেন, '(আওয়ামী লীগ) লোক জড়ো করেন, আর যাই করেন, এমন কিছু করবেন না যাতে আপনাদের জীবন বিপন্ন হয়। কারণ, এদেশের লোক এত তাড়াতাড়ি ভুলে নাই। সময় দেন, হয়তো ভুলে যাবে। এত তাড়াতাড়ি ভুলে নাই, কারণ যাকে ধরছিলেন নেতা, সেই নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছে। যাকে ধরছে তাকে আমরা বাঁচাতে পারছি না।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি একজন সিনিয়র সিটিজেন হিসেবে বলছি, দয়া করে দেশটাকে স্বাধীন রাখেন। আর পরাধীন হতে দেবেন না।'