ঢাকা জেলার সব থানার কার্যক্রম শুরু
সর্বশেষ সাভার মডেল থানার কার্যক্রম শুরুর মাধ্যমে জনসাধারণের সেবার জন্য আবারও চালু হয়েছে ঢাকা জেলার সাতটি থানা। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে শুরু হয় সাভার মডেল থানার কার্যক্রম।
উপজেলা মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, বিএনপিনেতা জামাল উদ্দিন সরকার, কফিল উদ্দিন ও অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোবাশ্বিরা হাবিব খানসহ অন্যান্যরা।
পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নিয়ে সাভার মডেল থানায় পুলিশের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন পুলিশ সুপার। এরপর, পুলিশ সদস্যদের ব্রিফিংয়ে পুলিশ সুপার বাহিনীর সদস্যদের সাম্প্রতিক ঘটনা থেকে শিক্ষা নিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের আস্থা তৈরিতে মনোনিবেশ করার নির্দেশ দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে উত্তাল সাভারে পুড়িয়ে দেওয়া হয় ধামরাই, আশুলিয়া ও সাভার মডেল থানা। লুট করা হয় আগ্নেয়াস্ত্রসহ মূল্যবান মালামাল। এ ঘটনায় মারা যান পুলিশের এএসআইসহ দুই পুলিশ সদস্য।