সাভারে নৈশ প্রহরীকে গুলি করে হত্যা

সাভারে রুবেল (৩০) নামের এক নৈশ প্রহরীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (৩১ মার্চ) মধ্যরাতে সাভার পৌর এলাকার বাঁশপট্টি মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত রুবেলের গ্রামের বাড়ি বরিশাল জেলায়। তিনি সাভার পৌর এলাকার বাঁশপট্টি মহল্লার মনিরের মালিকানাধীন বাড়িতে ভাড়া থাকতেন।
নিহত রুবেলের স্ত্রী রহিমা বেগম জানান, রুবেল দুই মাস ধরে সাভারের বাঁশপট্টি এলাকায় রাতে নৈশ প্রহরীর কাজ করে আসছিলেন। সোমবার দিনগত রাত ১টার দিকে রুবেলের মোবাইলে একটি ফোন আসে। এরপর তিনি বাসা থেকে বের হয়ে যান। তার কিছু সময় পরেই বাসায় খবর আসে রুবেলকে গুলি করা হয়েছে। স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে করর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হরনাথ সরকার অর্নব বলেন, রুবেলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার মুখে গভীর ক্ষত রয়েছে। সেটা বুলেটের ক্ষত বলে জানান তিনি।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা জানান, এ ঘটনায় জড়িতদের গ্ৰেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।