সীমান্তে বিজিবি আর পিঠ দেখাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিজিবিকে সীমান্ত প্রতিরক্ষায় শক্ত অবস্থান নেওয়ার নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘বর্ডারের ভেতরে ঢুকে আমাদের মেরে যেত ওরা। আর ফ্ল্যাগ মিটিং করে বলা হতো, সব ঠিক হয়ে গেছে। আমি বিজিবিকে বলেছি, পিঠ দেখাবেন না। এনাফ ইজ এনাফ। আর নয়।’
আজ মঙ্গলবার (১৩ আগস্ট) পিলখানার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন শেষে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন উপদেষ্টা।
স্বৈরশাসক শেখ হাসিনার আমলের কিছু নির্দেশনার কথা উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, বিজিবির মতো একটা প্রশিক্ষিত ফোর্সকে সীমান্তে পিঠ দেখাতে হতো। সীমান্তে আমাদের লোক মারে, আর বিজিবিকে পতাকা বৈঠক করতে বাধ্য করা হতো। এখন থেকে আর এগুলো চলবে না। আমাদের বিজিবি অত্যন্ত শক্তিশালী।