দুর্নীতি কমাতে পারিনি সত্যি, কিন্তু চেষ্টা করে যাচ্ছি : স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে। আমরা সমাজ থেকে দুর্নীতি কমাতে পারিনি সত্যি কথা, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি।
আজ বুধবার (২৬ নভেম্বর) কৃষি মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
সাংবাদিকদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যদি কোনো ধরনের দুর্নীতি থাকে, আপনারা অবশ্যই প্রকাশ করবেন। আমার আত্মীয়-স্বজন বা আমার বন্ধুবান্ধব যদি কোথাও জড়িত থাকে, অবশ্যই প্রকাশ করবেন। আমার ক্ষেত্রে যদি কোনো দুর্নীতি থাকে, অবশ্যই প্রকাশ করে দেবেন। তা না হলে এই দেশে কিন্তু দুর্নীতি কমবে না।
সার কারখানার জন্য গ্যাসের দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, গ্যাসের দামের সাথে সারের দামের কোনো সম্পর্ক নাই। বিভিন্ন জায়গায় সারের দাম বাড়ায়। এজন্য আমি অলরেডি ইনস্ট্রাকশন দিছি। আমাদের অফিসাররা এক্ষেত্রে পুরো নজরদারি করবে। যে অফিসার নজরদারি করতে ফেল করবে তার বিরুদ্ধে আমরা একশন নেব। কৃষক যেন ন্যায্যমূল্যে সার পায়, এটার ব্যবস্থা আমরা করব। কোনো অবস্থায় নির্ধারিত মূল্যের চেয়ে এক পয়সাও যেন বেশি নিতে না পারে। সারের দাম আগে যা ছিল, এখনও তা আছে এবং ভবিষ্যতেও তা থাকবে। আমরা অন্তত যতদিন আছি। সারের দাম বাড়ার কোনো সম্ভাবনা নাই।
বাজারে শাকসবজির দাম প্রসঙ্গে তিনি বলেন, সবজির দাম এখন নিচের দিকে। সবজির ফলনও ভালো হয়েছে। সবজির দামও আমরা মনে করি একটা সহনীয় পর্যায়ে থাকবে।
বিভিন্ন ক্ষেত্রে রিক্রুটমেন্ট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে রিক্রুটমেন্ট হচ্ছে। কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতির গন্ধ পেলে আপনারা জানাবেন। দুর্নীতির সঙ্গে যদি কেউ জড়িত হয় তাহলে কিন্তু ছাড় দেওয়া হবে না। টেন্ডারের ক্ষেত্রেও যদি কোনো ধরনের দুর্নীতি থাকে, আপনারা অবশ্যই প্রকাশ করবেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তা না হলে এই দেশে কিন্তু দুর্নীতি কমবে না। আমাদের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে। আমরা সমাজ থেকে কিন্তু দুর্নীতি কমাতে পারিনি, সত্যি কথা যেটা, আমরা চেষ্টা করে যাচ্ছি। চাঁদাবাজি অনেকটা কমিয়ে আনতে পেরেছি।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, দেশের বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদেও এবার লটারির মাধ্যমে রদবদল করা হবে।
এরইমধ্যে লটারির মাধ্যমে দেশের ৬৪টি জেলায় নতুন করে পুলিশ সুপার পদায়ন করেছে সরকার। এসব এসপিরা নির্বাচনকালীন দায়িত্ব পালন করবেন।

নিজস্ব প্রতিবেদক