এবার ওসিদের পদায়নও হবে লটারির মাধ্যমে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনের আগে লটারির মাধ্যমে এবার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদেও রদবদল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বুধবার (২৬ নভেম্বর) কৃষি মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা একথা জানান।
এসময় পুলিশ সুপার পদে পদায়ন নিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জেলার আয়তন নয় বরং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভর করে তিনটি ক্যাটাগরিতে জেলা নির্ধারণ করা হয়েছে। এরপর লটারির মাধ্যমে এসপি পদায়ন করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৬৪টি জেলার পুলিশ সুপারদের (এসপি) পুনর্বিন্যাস করেছে সরকার। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
লটারির মাধ্যমে দেশের ৬৪টি জেলায় নতুন করে পুলিশ সুপার পদায়ন করেছে সরকার। এসব এসপিরা নির্বাচনকালীন দায়িত্ব পালন করবেন। বর্তমানে অন্তত ৪৪ জন বিভিন্ন জেলায় এসপি হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে পুলিশ সুপার (এসপি) নির্বাচন করা হয়।
অপরদিকে বাংলাদেশ পুলিশের ৩৩ জন অতিরিক্ত ডিআইজিকে উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে দুজন সুপারনিউমারারি ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়েছেন।
আজ বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেছেন উপসচিব মাহবুবুর রহমান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। নতুন পদে যোগদানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র জমা দিতে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক