ট্রেনের টিকেট কালোবাজারি বন্ধের দাবি ছাত্র সমাজের
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/08/13/bhairab-train-tikat-pic.jpg)
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে টিকেট কালোবাজারি বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র সমাজ। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে স্টেশনের টিকেট কাউন্টারের সামনে এ সমাবেশ করে তারা।
এ সময় ছাত্র সমাজ টিকেট কালোবাজারি বন্ধের দাবিতে বক্তব্য দেন।
বক্তারা বলেন, ভৈরব রেলওয়ে জংশন স্টেশনটিতে ঢাকা-চট্টগ্রাম-ময়মনসিংহ, ঢাকা-সিলেটসহ পূর্বাঞ্চলীয় রেলপথে প্রতিদিন ১৮টি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি রয়েছে। দুঃখজনক হলেও সত্য, এসব ট্রেনের সব টিকেটই কালোবাজারিদের হাতে চলে যায়। ফলে প্রতিটি টিকেট ৩০০ থেকে ৪০০ টাকা বেশি দিয়ে কিনতে হয়।
আজকের পর থেকে এই স্টেশনে টিকেট কালোবাজারি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় ছাত্র সমাজ। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তুলবে বলেও সতর্ক করে দেন বক্তারা।
বক্তব্য দেন আরাফাত ভুইয়া, আজারুল ইসলাম রিদম, সিদরাতুল রশিদ পিয়াল প্রমুখ।
পরে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফরমে বিক্ষোভ মিছিল করে ভৈরব রেলওয়ে থানার ওসি আব্দুল আলিমের সঙ্গে সাক্ষাত করে তাদের দাবি তুলে ধরে ছাত্র সমাজ। এ সময় ওসি ছাত্রদের ন্যায়সঙ্গত দাবির প্রতি একমত পোষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।