ছাত্রজনতা হত্যার নির্দেশদাতাদের বিচার আন্তর্জাতিক আদালতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
তীব্র গণআন্দোলনে স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের পতনের আগে সারা দেশে শত শত ছাত্রজনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। একটি হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘যারা দেশের প্রত্যেকটা ইন্সটিটিউশন ধ্বংস করেছে। বিজিবি, পুলিশ, আনসার, র্যাবের মতো ন্যাশনাল ফোর্সকে দানব বানিয়েছে তাদের বিচার হবে। দেশি ও আন্তর্জাতিক আদালতে তাদের দাঁড় করানো হবে।’
আজ মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর পিলখানায় বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন বিজিবি সদস্য ও শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়েও খোঁজ খবর নেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, সরকারের শীর্ষ পর্যায় থেকে অন্যায় নির্দেশ দিয়ে ছাত্রজনতার ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছে। এতে শতশত ছাত্রজনতা নিহত হয়েছে। আমরা পুলিশ বাহিনীর বিভিন্ন স্তরে কথা বলেছি। তারা নিজেরাও বলেছে, আমরা লজ্জিত। আমার সাথে এই কয়দিন লম্বা নেগোসিয়েশন হয়েছে। ওরা বলেছে, আমরা ওই পথে যেতে চাইনি। আমাদেরকে চাকরিচ্যুতির ভয় দেখিয়ে এসব করানো হয়েছে।