শেখ হাসিনার বিচার দাবিতে সারা দেশে বিএনপির বিক্ষোভ-সমাবেশ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি করে শত শত প্রাণ কেড়ে নেওয়াসহ হাজার হাজার মানুষকে পঙ্গু ও দৃষ্টিশক্তি হারা করার সরাসরি নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি, কৃষকদল, যুবদল ও ছাত্রদল।
আজ বুধবার (১৪ আগস্ট) সারা দেশে বিএনপিসহ তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
সঞ্জিব দাস, ফরিদপুর
আজ বিকেলে ফরিদপুর শহরে বিএনপি কার্যালয়ে অবস্থান কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা।
জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর মহানগর কৃষকদলের অ্যাডভোকেট মামুনুর রশিদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। শহরের গোয়ালচামটের হোটেল লাক্সারি থেকে শুরু করে ভাঙ্গা রাস্তার মোড় হয়ে পৌর অডিটরিয়াম হয়ে আবার ভাঙ্গা রাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করে তারা।
অপরদিকে, যুবদলনেতা বেনজির আহমেদ তাবরিজের নেতৃত্বে সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকেও শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ভজন দাস, নেত্রকোনো
গণহত্যার অভিযোগে শেখ হাসিনাসহ তাঁর দোসরদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় অবস্থান কর্মসূচি পালন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।
আজ দুপুরে ছোটবাজারে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মীরা এ অবস্থান কর্মসূচি পালন করে। পরে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক, সদস্য সচিব ডা. রফিকুল ইসলাম হিলালী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান, সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, সাবেক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান খান পাঠান, যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসনাত হাসান শৈকতসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এম মুনীর চৌধুরী, নড়াইল
শেখ হাসিনার দুঃশাসন, খুন, গুম ও দুর্নীতির বিচারের দাবিতে নড়াইল জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আজ দুপুরে বিক্ষোভ মিছিল সহকারে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সহসভাপতি জুলফিকার আলী, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সানি প্রমুখ।
নেতারা বলেন, আওয়ামী দুঃশাসনের সময় যতগুলো খুন-গুম দুর্নীতি হয়েছে প্রত্যেকটির বিচার পুঙ্খানুপুঙ্খভাবে এই বাংলার মাটিতেই করতে হবে।
বাংলাদেশকে একটা তলা বিহীন ঝুড়ি তৈরি করে শেখ হাসিনা পালিয়েছেন। তাঁর বিচার এখন সময়ের দাবি। বিডিআর বিদ্রোহের ঘটনার মধ্যদিয়ে দেশপ্রেমিক চৌকস সেনা কর্মকর্তাদের বর্বরোচিত হত্যা, হেফাজতের আলেমদের নিষ্ঠুরতম গণহত্যা, ইলিয়াস আলীসহ বিএনপি ও সমমনা বিরোধী রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মী-সাধারণ মানুষকে গুম-হত্যা-নির্যাতন-নিপীড়ন এবং সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি করে শত শত প্রাণ কেড়ে নেওয়ার ঘটনায় সরাসরি নির্দেশদাতা শেখ হাসিনা।
শেখ হাসিনার বিচার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাঠে থাকবে। আগামীকাল ১৫ আগস্ট জেলা, উপজেলা ও পৌর ইউনিটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান
বান্দরবানে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। হোটেল গ্র্যান্ডভ্যালী কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাবেদ রেজা।
এ সময় অন্যদের মধ্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, বিএনপিনেতা নূর ইসলাম, আবিদুর রহমান, সাহাদাত হোসেন, রিটল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, দেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনাই বিএনপির প্রধান লক্ষ্য। আওয়ামী লীগের দূর্নীতিবাজ নেতারা পুনরায় সংগঠিত হয়ে দেশব্যাপী অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চালাচ্ছে। আশান্তি সৃষ্টিকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। পার্বত্য জেলা পরিষদ দ্রুত পুনর্গঠন করা হোক। কোনো বিতর্কিত ব্যক্তির যাতে স্থান না হয় সেটিও লক্ষ রাখার পরামর্শ দেন তিনি।
এদিকে জেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরে সম্প্রীতি সমাবেশ ও গণমিছিল করেছে। জজকোর্ট এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে দলীয় নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করেন। পরে সম্প্রীতি সমাবেশে বক্তব্য দেন বিএনপির বিভিন্ন সংগঠনের নেতারা।
শাহজাহান সিরাজ মিঠু জয়পুরহাট
ছাত্র-জনতা খুনের দায়ে জয়পুরহাটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপির দুই গ্রুপ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুরে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার নেতৃত্বে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে ও বাটার মোড় এলাকা থেকে জেলা বিএনপির উভয় পক্ষ পৃথক বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলের পর সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তাদের কর্মসূচি শেষ হয়।
এ বি এম ফজলুর রহমান, পাবনা
ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে কেন্দ্রয়ী কর্মসূচির অংশ হিসাবে পাবনা জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর অবস্থান কর্মসূচি পালিত হয়। আজ সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা শহরের লাহিড়ী পাড়ায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ছাত্র-জনতার হত্যাকারীদের বিচার দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে।
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যাকারী শেখ হাসিনা ও তাঁর দোসদের বিচার দাবিতে বিএনপির কেন্দ্রীয় নেতার নেতৃত্বে গোপালগঞ্জেও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
আজ দুপুরে মুকসুদপুর উপজেলার চৌরাস্তার মোড়ে এবং বিকেলে কাশিয়ানী উপজেলা চত্বরে অবস্থান কর্মসূচিতে যোগ দেন ঢাকা বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
অবস্থান কর্মসূচি শেষে সেলিমুজ্জামানের নেতৃত্বে দুটি উপজেলাতে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে অংশ নেয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিপুল নেতাকর্মী।
এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আ. সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সেলিম, উপজেলা যুব দলের আহ্বায়ক সুজাউদ্দিন সিকদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ।
রাজবাড়ীতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসাবে জেলা বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ
আহসান হাবীব, রাজবাড়ী
রাজবাড়ীতেও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছে। আজ বিকেলে জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নইম আনসারীর সভাপতিত্বে শহীদ স্মৃতি চত্বরে বিক্ষোভ মিছিল পরবর্তী অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, এ মজিদ বিশ্বাস, খায়রুল আলম বকুল প্রমুখ।
অবস্থান কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার বিএনপির কর্মসূচি চলমান থাকবে।
সমাবেশে বিএনপি নেতারা বলেন, সারা দেশে গুম, খুন,সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিদেশে অর্থ পাচার করে দেশকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় তারা বার বার ক্ষমতায় এসেছে। ছাত্র-জনতা তাদের বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ছেড়েছে। নির্বিচারে আন্দোলনকৃত শিক্ষার্থীদের সরকারের গুলি করে হত্যা করা হয়েছে। যার কারণে সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছে।
মাসুদ পারভেজ, নোয়াখালী
নোয়াখালীতেও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি ও ঐক্য-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেলে প্রধান সড়কের উপর গণপূর্ত ভবনের সামনে এ সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান। সমাবেশে সভাপতিত্ব করেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস।
ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে এ সমাবেশে আরও বক্তব্য দেন জেলা ও উপজেলা বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর
শরীয়তপুরেও সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে নাগরিক কমিটি। জেলা বিএনপি-জামাতসহ সমমনা দলগুলোর সন্বয়ে নাগরিক কমিটির আয়োজনে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা শহরের উত্তর বাজার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি জেলা সহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন পুলিশ বক্স মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন শরীয়তপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালু, জেলা বিএনপির সহসভাপতি সিরাজুল হক মোল্লা, শাহ মো. আব্দুস সালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার সাবেক আমির মাওলানা খলিলুর রহমান, জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাসেমী, জেলা নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য কে এম মকবুল হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান উপদেষ্টা হাফেজ শওকত আলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপুসহসহ নাগরিক কমিটির নেতারা।
বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের হত্যার হুকুমদাতা সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বিচারের আওতায় আনার দাবি জানান। এ ছাড়া দেশের চলমান সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগের ষড়যন্ত্রের মাধ্যমে হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় এনে বিদেশে দেশের ভাবমূর্তি রক্ষায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান।
বক্তারা দেশের এই সংকটময় মুহূর্তে দলীয় নেতাকর্মী ও নাগরিক কমিটির নেতাদের প্রতি কঠোর হস্তে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান। বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই বাংলাদেশি। দলীয় কারো বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে তাকে শুধু বহিষ্কারই করা হবে না আইনের হাতে তুলে দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।