বহিষ্কৃত সেনা কর্মকর্তা জিয়াউল ৮ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যা মামলায় গ্রেপ্তার বহিষ্কৃত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আট দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ শুক্রবার (১৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব এই আদেশ দেন।
এদিন ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক (এস আই) মো. সজিব মিয়া তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অপরদিকে, জিয়াউল আহসানের পক্ষে তার বোন অ্যাডভোকেট নাজনীন নাহার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক আট দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে দুপুরে ডিএসপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে নিউমার্কেট থানায় করা মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ডিবিতে নেওয়া হয় বলে জানা যায়। সেখান থেকে আদালতে তোলা হয় জিয়াউল আহসানকে।