বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে ডকুমেন্টারি হবে : ফারুক-ই-আজম
দেশের বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের পুরো আন্দোলন নিয়ে আর্কাইভ ও ডকুমেন্টেশন করে রাখা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক।
আজ রোববার (১৮ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ-খবর নেওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে সকালে লোহাগাড়া ও পটিয়ায় নিহত শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে সময় কাটান এ উপদেষ্টা।
এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুজ্জামান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক খান তালাত মাহামুদ রাফি, রাসেল আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফারুক-ই-আজম বীরপ্রতীক বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর পর একই রক্তের ধারা ছাত্র আন্দোলনের সঙ্গে মিশেছে।’
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের যথাযথ মর্যাদা ও হতাহতদের পুনর্বাসন করার কথাও জানান এই উপদেষ্টা।