শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলার আবেদন
গার্মেন্টস কর্মী সোহেল রানা হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে আরেকটি মামলার আবেদন করেছেন ইব্রাহিম নামে এক ব্যক্তি। আজ মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সালাউদ্দিন সোহাগের আদালতে এ আবেদন করা হয়।
মামলার আবেদনকারীর আইনজীবী ইব্রাহিম খলিল এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।
ইব্রাহিম খলিল বলেন, মামলার আবেদনে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, যুবলীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাইনুল ইসলাম খান নিখিল, ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমারসহ ২৫ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।